Header Ads

Header ADS

ভালোবাসা আমাদের কোন অনুভূতি বাড়ায়?? Natural misty sonali

    •  ভালোবাসা আমাদের কোন অনুভূতি বাড়ায়??
      • উঃ ভালোবাসা আমাদের খিদে বাড়ায়।
    • ভালোবাসার প্রতিক কী?
      • উঃ  ভালোবাসার  প্রতিক হিসাবে আমরা লাল গোলাপকে বুঝি?
    •  ভালোবাসা হলো এক অদ্ভুত মায়া। যা ,না দেয় ভালো থাকতে, না দেয় ভুলো থাকতে। 
    • ভালোবাসার আন্দন থাকে অল্প কিছু ক্ষণ, কিন্তু কষ্ট বা বেদনা থাকে সারা জীবন।
    • প্রেম - ভালোবাসা মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি  দেয় না।
    • তুমি যদি মানুষ কে ভালোবাসতে না পারো, তাহলে প্রকৃতিকে ও ভালোবাসতে পারবেনা।
    প্রাকৃতিতে একটা কথা আছে জানো, তুমি যদি কাউকে ভালোবেসে ঠাকাও ,তাহলে     প্রাকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না   


ভালো বাসার  বৈজ্ঞনিক ব্যখা?  আসুন জেনে নিই?     
আমরা সাবই কখনো না কখনো কার প্রেমে পড়ি , কিন্তু কি এই  প্রেম?
প্রেম কী শুধু অনুভূতি - না হরমনের খেলা?
  •  উঃ আমরা অনেকের মুখে শুনে থাকি  যে, তোমার প্রেমের  নেশা আমায় পাগল করেছে... আসলে প্রেম কি কোন নেশা? বিজ্ঞানিরা গবেষণা করে দেখেছেন যে, প্রেম করা মানুষের ব্রেন এর সাথে (COCAINE) অংশের ব্রেন অনেক খানি মিল রয়েছে। প্রেম- ভালোবাসার পিছনে কিছু হরমনের  কাজ করে। বিজ্ঞানিরা গবেষণা করে দেখেছেন যে, প্রেম- ভালোবাসার পড়া (Dopamine-Norepinephrine)  প্রেম পড়া মানুষের মতিস্ককে এসব হরমন এর পরিমান বেড়ে যায়। (Dopamine) বেড়ে গেলে __....
  • ভালো লাগার পরিমান বেড়ে যায়।
  • ক্ষুধা কমে যেতে পারে ,  
  • এবং বেড়ে যেতে পারে ,.
  • অর্থাৎ মস্তিষ্কের খুব সহজে উত্তেজিত হতে পারে যার ফলে প্রিয়জনের যায় দেখুক না কেন তাই পছন্দ হয়ে যায় আমরা সহজেই ইমপ্রেস হয়ে যাই ,
  • আচ্ছা বলুন তো এমন কি কখনো হয়না প্রিয়জনের দেখা আপনার হার্ট বিট বেড়ে যায় আপনার হাতের তালু ঘামতে থাকে এসবের পিছনে দায়ী (এডি আর ই এ এলআইসি )এরপরে বলা যেতে পারে  এর কথা একটি রিলেশনশিপ এর জন্য  খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার জন্য সে আপনার একে এক ধরনের বিয়েড বন্ডিং হরমোন বলা যেতে পারে|
  • আমরা যখন কাউকে ভালোবাসি , তখন তার কথা সব সময় ভাবতে থাকি , এবং ভাবতে ভালো লাগে। এবং তার প্রতি তৈরি হয় , এক ধরনের মায়া যা থেকে সৃষ্টি হয় ভালোবাসার।
  • যেমন টা হয় ( Obsessive Compulsive Disorder) মানুষের ক্ষেত্রে। এবং (Pheromone) প্রেমে পড়ার ক্ষেত্রে বিষেশ ভূমিকা রাখে। (Pheromone) এক ধরনের হরমন যা মানুষ এবং প্রণিদর নিশরিত করে। এবং মানুষ এবং প্রণিদর কাছে আসতে সহায্য করে। 
  • (Pheromone)  এ থাকে - ঘাম, চোখের জল, ইত্যাদি।
  • এতো কিছু বলার পরে ও নিশ্চত করে বলা যায় না যে প্রেম-  ভালোবাসা সব হরমন এর খেল।
  • আচ্ছা বলুন তো একজন মানুষ এর প্রেম এ পড়তে কোখন সময় লাগে। বিজ্ঞানিরা বলেছেন একজন মানুষ এর প্রেম পড়তে  90 সেকেন্ড - 4 মিনিট। এর মধ্যে সিদ্ধান্ত নেই সে কি প্রেমে পড়েছে ? না পড়ে নি।
  •  কাউকে ভালোবাসার ক্ষেত্র তার (Body Language এর ভূমিকা =55%) (Voice= এর মধ্য টল থাকে 38%) এবং আর কথা এবং শব্দ উচ্চারনে ভূমিকা রাখে (Word=07%).
  • প্রেম -  ভালোবাসা মানব জাতিকে শিখিয়ে আসছে সভ্যতার প্রাচিন কাল থেকে। 
  •  ভালোবাসা হলো পৃথীবির সুন্দর তম অনুভূতির নাম। 
  • তাই বিজ্ঞানিরা যতই কঠিন ব্যাখা দিক না কেন? ভালোবাসাতে থাকুন 💕💖ভালোবাসায় থাকুন।

  •   ভালোবাসা ও   ভালো লাগাল মধ্য পার্থক্য কি?? 
    • ☺যখন আমরা কোন কিছুর জন্য পরিশ্রম করি, তখন সেট হাসিঁ মুখে সেটার জন্য চেষ্টা করি, যতই কষ্ট হক না কেন সেট আমরা মেনে নিই কোন অভিযোগ না করে, আমরা সেটাকে বলব Love.
  • আর যদি আপনে কোন কাজ বা পরিশ্রম ছাড়া কোন  কিছু পেতে চান  সেটা হলো ভালো লাগা ,আমরা জানি পরিশ্রম ছাড় কোন ভালো কিছু পাওয়া সম্ভব নয়।
  • আর আমরা জানি   ভালোলাগা যেকোন সময় হারিয়ে যেতে পারে।
      • আসলে আমরা বলি না  যে ,  প্রথম দেখায় ভলোবেসে ফেলেছি-  আসলে সেটা নয় - প্রথম দেখায় যেটা হয় সেটা (Attraction) Love নয়।

  •  ভলোবেসা হলোঃ যখন আপনর আগ্রহ শুধুমাত্র তার হৃদয় কে নিয়ে। আর ,
  • ভালোলাগা হলোঃ  যখন আপনর আগ্রহ শুধুমাত্র তার শরীর কে নিয়ে ।
  • আমাদের মধ্যে যে অনুভূতি খুব তাড়াতড়ি হয় , সেটা আবার খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। এবং আমরা সেই মানুষটি কেও হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে। তাই  বলা যেতে পারে ভলোবেসা আর ভালোলাগা এক নয়। 
  • যেমনঃ - একটা  ছেলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে , অথবা খুব সুন্দর করে  গান বলতে পারে, সেই গান  শুনিয়ে ময়েটাকে মুগ্ধ করে।  আর মেয়েটাও মুগ্ধ হয়ে যায়, তখন মেয়েটার ছেলেটার প্রতি এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়, আর এই অনুভূতি থকে শুরু  হয় ভালোলাগার। 
  • ভালোলাগা হলোঃ যখন আপনে এর থেকে আরো ভালো কিছু পাওয়ার আশা করবেনা।
  •  ভলোবেসা হলোঃ সে  আপনার কাছে সব চাইতে - সব সময় অমূল।
  • ভলোবেসা  হলো প্রাকৃতির দেওয়া উপহার। যা এক বার মনের ভিতর তৈরি হলে তা কখনোও কমে না ,ভলোবেসা  হলো একটি ছোট্র চারা গাছের মতো যতো দিন যায় যেমন গাছ টা বাড়তে থাকে  , ঠিক তেমন ভাবে ভালোবাসা ও বাড়তে থকে ।
  • আর ভলোবেসা হলোঃ সেতো গ্রীষ্মের  ছোয়ার শীতকালের বতাসের মতো নিজের পথ বদলায়।  
  • কিন্তু একটা কথা অবেশেষে না বললেই নয়- ভালোলাগা থেকে তৈরি হয় ভলোবেসার।



        •  "পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ"







No comments

Powered by Blogger.