ভারতের জাতীয় ফুল এর নাম কি? পদ্ম ফুল এর উপকার কি?? আসুন আমরা জেনে নিই~~~ Natural misty sonali
- ভারতের জাতীয় ফুল এর নাম কি?
- উঃ ভারতের জাতীয় ফুল এর নাম হলো পদ্ম ফুল । পদ্ম ফুল এর বৈজ্ঞনিক হলো নেলামবো নিউসিফার।
- আসুন আমরা পদ্ম ফুল সম্পকে কিছু বিশেষ কিছু তথ্য জেনে নিই??
- পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল, কিন্তু আরো দুই দেশে পদ্ম ফুল কে জাতীয় ফুল বলা হয়। সেই দুই দেশের নাম হলোঃ ইজিপ্ট ও ভিয়েতনামে পদ্ম ফুল কে জাতীয় ফুল বলে সম্মান দেওয়া হয়।
- পদ্ম ফুল কে সৌন্দর্য ও জ্ঞানের প্রতিক বলা হয়।
v পদ্ম ফুল জলে এবং মাটিতে বা স্থলে ও হয়। কিন্তু , যে পদ্ম ফুল মাটিতে হয় তাকে বলা হয় স্থল পদ্ম ফুল ।
v আর যে পদ্ম ফুল জলের পাকের মধ্য জন্মাই তাকে বলা হয় পঙ্কজ
- আমরা জানি পদ্ম ফুল বেশ বড় হয়। এই ফুল পুরোপুরি ফুটতে সময় লাগে দুই থেকে তিন সপ্তাহ।
- পদ্ম ফুল এর ডাটাকে বলা হয় মৃণাল। এবং এই ডাটা গুলো কাটা যুক্ত হয়।
- পদ্ম ফুল এর পাতা গোল গোল আকারের একটু বড় হয়। পদ্ম ফুল এর পাতা প্রচুর স্থানে খাবারের মোড়া হিসাবে ব্যবহার কারা হয়।
- পদ্ম ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন- সাদা, গোলাপি, নীল, ইত্যাদি রজ্ঞের হয়ে থাকে।
- পদ্ম ফুল হলো শরৎকালর ফুল । আবার এই ফুল (শরদীয়া পূজা) মানে দূর্গা পূজায় ব্যবহার করা হয়। দূর্গা পূজায় একশত আটটি ফুল খুবই প্রয়জনীয় বস্তু।
পদ্ম ফুল শুধু দেখতে সুন্দর তাই -ই নয় , রুপে যেমন সুন্দর গুনেও অন্যনা । পদ্মা ফুল থেকে নানা ধরনের ঔষধ তৈরি হয় যা আমাদর জীবন বাচাঁতে কাজে লাগে।
হিন্দু ধর্মে আমরা অনেক দেব - দেবকে আমরা পদ্ম ফুলে বিরাজ মান এ দেখা যায়।
- পদ্ম ফুল যখন ফুটে তখন মিষ্টি একটা গন্ধ ছড়ায়।
- লাল পদ্ম ফুল কে কোকনদ, সাদা পদ্ম ফুল কে বলা হয় পুন্ডরীক, এবং কমল , শতদল , উৎপল, রাজীব, এই রকম অনেক নামে আমরা ফুলকে চিহৃত করে।
- এই ফুল এর অসংখ্য পাপঁড়ি থাকে তাই একে শতদল ও বলা হয়।
- পদ্ম ফুল এর উপকারিতা কি?? আসুন জেনে নিই??
- একটু একটু করে পাপঁড়ি মেলে ছোট্র কুড়ি থেকে একটি পূণাজ্ঞ ফুলে রুপান্তর হয় এই পদ্ম ফুল ।ফুলের প্রতিটি অংশে রয়েছে বিশেষ বিশেষ উপদান।
- আপনে জানেন কি? কাফ ও সিরাপ তৈরি হয় কি থেকে?
- উঃ পদ্ম ফুল থেকে তৈরি কাফ ও সিরাপ ।
- বিশেজ্ঞরা জানিয়েছেন যে, পদ্ম ফুল এর পাপঁড়ি থেকে তৈরি হয় লোটাস চা ।যা প্রতিদিন পান করলে গ্যাসট্রিক, ডায়রিয়া, ও হাটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং সেই সাথে সাথে হাই - ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। এবং এই চা স্টেস কমাতে সাহায্য করে।
- পদ্ম ফুল এর পাপড়ি দিয়ে তৈরি এই চা উৎপাদিত হয় ভিয়েতনামে ও থাইল্যান্ডে এই চা উৎপাদিত হয় ।এই চা ওজন কমাতে সহয়তা করে। এছাড়া ও পদ্ম ফুল এর পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে খেলে ফুসফুস , কিডনি, পচনতন্ত্র ভালো থকে।
- শেত্ব বা ভিটিলিগো রোগ পদ্ম পাতার রস রোগ প্রতরোধ কামাতে সহয়তা করে।
- পদ্ম ফুল এর ফুলে মধু েথেকে চোখের ঔষধ তৈরি হয়।
- পদ্ম ফুল এর পাতা শরীরের নানা ধরনের প্রদাহ ও জ্বরের তাপমাত্রা কমাতে সাহায্য করে।
- অশ্ব রোগের নিরাময়ে এ পদ্ম পাতার মূল ব্যবহার হয়।
- পদ্ম এর বীজ দেহের ওজন কমাতে সহয়তা করে।
- শুষ্ক কাশি নিরাময়ে বাসক ও মধুর সাথে পদ্মর মূল কার্যকারা।
- মুখ দিয়ে রক্ত উঠলে কচি পতার দেড় চামচ রস এর সাথে পরিমান মতো মধু মিশিয়ে খাওয়ালে মুখ দিয়ে রক্ত উঠা বন্ধ হবে।
- পদ্ম ফুল এর শিকড় গুলোতে রয়েছে ভিটামিন- এ, যা ত্বক, চুল এবং স্বাস্ব্য উন্নতিতে সহয়তা করে। এটি রক্ত সল্পতা কমতে সহয়তা করে। পদ্ম ফুল এর শিকড় ভিটামিন- বি রয়েছে , যা মাথা ব্যাথা কমাতে সহয়তা করে। পদ্ম ফুল এর বীজ।
- পদ্ম ফুল এ রয়েছে প্রচুর পরিমানে টাইটারিক ফাইবার যা হজম শক্তি বাড়াতে সহয়তা করে। এবং আলসার, গ্যাসট্রিক, কষ্ঠকাঠিণ্য এর মতো রোগ কমাতে সহয়তা করে। এবং অন্তের পেশি গুলোতে পেরিস্টায়লেটিক র গতি বাড়ায়, এতে থাকা ডায়টারিক ফাইবার আপনাকে রাখে রোগ মুক্ত।
- অবশেষে বলা যায় পদ্ম ফুল এর পাতার গুড়ো,
- পদ্ম ফুল এর ডাটা , আমাদের জীবনে রোগ প্রতিরোধ এর জন্য বিশেষ ভূমিকা রাখে।
- আমাদের সুস্থ রাখতে সহয়তা রাখে।
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
No comments