নিজেকে নিজেই সামলাতেে শিখো ,যা দেখছো সবইটাই মহোমায়া , আর বাকিটা প্রয়োজন আর স্বার্থ!
মানুষ তো আবহাওয়ার মতো , আবহাওয়ার তো বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না।
স্বপ্ন এবং বাস্তবতা দিন ও রত্রির মতো, স্বপ্ন যেখানে শেষ বাস্তবতা সেখান থেকে শুরু।
জীবনে প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলা উচিত। কারণ বহু মানুষ আছে তোমার একটি ভুল ধরার জন্য।
মানুষ কিসের এতো অহংকার করে ? যাকে সৃষ্টি করা হয়েছে এক ফুটা রক্ত থেকে, এবং শেষ হয়ে যাাবে মাটিতে।
খালি পকেটে আর বেকারত্ব যা শিখায় দেয়,তা কোন বই সেই শিক্ষা দিতে পারবে না।!!! এটাই বাস্তব।
জীবনের রাস্তা কখনোই শেষ হয় না, এটা রাস্তা বন্ধ হয়ে গেলে আর একটা রাস্তা খুলে যায়।
বাস্তব জগতের একটা সীমানা আছে, কিন্তু কল্পনা জগতের কোন সিমা নেই।
পৃথিবীর কঠিন বাস্ততার মধ্যে, একটি বাস্তবতা হলো মানুষ যখন সাফল্যর দ্বার প্রান্তে এসে পৌছায়, তখন তার প্রিয়ো মানুষটিকে হারিয়ে ফেলে।
মূর্খ লোকেরা সমাজ নষ্ট করে না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে।
যদি তোমার মূল্য বোঝে না, তবে মন খারাপ করো না, কারণ বাস্তবতা এটাই যে, মণি,মুক্তা , হীরা, সবাই চিনে না।
রাতের নিস্তব্ধাতা আমাকে একটা শিক্ষা দিয়ে যায়-দিন শেষে পরিবারের মানুষ ছাড়া কেউ আপন নয়।
অতীত ভুলে থাকার একটি উপায় হলো , বর্তমান নিয়ে ব্যাস্ত থাকা।
যখন তুমি কারো প্রতি মায়া বাড়াবে , তখন তুমি তার কাছে থেকে অবহেলার পাত্র হয়ে যাবে তাই প্রয়োজনের থেকে বেশি মায়া- ভালোবাসা উচিত না।
সময়, বন্ধু,আর, সম্পর্ক- এই তিনটি অমূল্য সম্পদ , যা আমরা বিনামূল্যে পাই। কিন্তু তাদের মূল্য আমরা বুঝতে পারি না, তারা হারিয়ে যাবার পর তাদের মূল্য বুঝতে পারি।
জীবনে চলার পথে যাকে সবচেয়ে মূল্য দেবে, ও বেশি ভালোবাসবে , সেই তোমাকে বেশি কষ্ট দিবে । এটাই বাস্তবতা...
অভাব যখন দরজায় কড়া নাড়ে, তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। এটাই জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা...
যতো বড় হবে ততই বুঝতে পারবে, এই পৃথীবিতে কেউ প্রয়োজন ছাড়া প্রিয়োজন হয় না।
কি অদ্ভুদ তাই না, কম কেয়ার করলে তুমি ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবে, আবার বেশি কেয়ার করলে তুমি তার কাছ থেকে কষ্ট পাবে। ... সব টাতেই কষ্ট তুমিই পাবে।
স্বর্ল্প সময়ের মধ্যে কাউকে বিশ্বাস করো না, তাতে ক্ষতি আপনারই বেশি হবে।
বদলে গেছে সেও ,যে এক সময় বলতো , দুনিয়া বদলে গেলেও সে কখনো ও বদলাবে না। এক সময় দেখা যাবে সময়ের সাথে সাথে সেও বদলে যাবে।
No comments