Header Ads

Header ADS

💘💥💢ভালোবাসার প্রতীক লাল গোলাপ কেন ???💓💕💖💗

💘💥💢ভালোবাসার প্রতীক লাল গোলাপ কেন  ???💓💕💖💗



Natural rose

  • গোলাপের আছে নানা রং নানা প্রজাতি  যেমন :লাল, সাদা, হলুদ,নীল, গোলাপি, ও কালো । কিন্তু তার মধ্য ভালোবাসার প্রতিক হিসাবে লাল গোলাপ এর চাহিদা সব চেয়ে বেশি, কারণ 👉লাল গোলপ কে বিবেচনা হয় ভালোবাসার প্রতিক হিসাবে ।


  •  কিন্তু কেনো ??

  • এই ইতিহাস জানতে হলে আপনাকে ঘড়ির কাটা ঘুরিয়ে ফিরে যেতে পুরনিক সেই যুগে,

  • তো চলুন বন্ধুরা জেনে নিই সেই উত্তর


  • প্রচিন গ্রিক দের ভালোবাসার দেবি ছিলো আফরোদিদি  ভালোবাসার প্রতিক হিসাবে, রোমন রা  আবার ডাকতো ভেনাস নামে,
  • তবে এই উভয় সম্পদয় লোকেরা বিশ্বাস করতো দেবি,আফরোদিদি তার প্রেমিক এডোনিসকে খুব ভালোবাসাতো,   আর প্রেমিকের বিরহের  আফরোদিদি বুকে যে রক্ত ক্ষরন  হতো সেই রক্তে রং হয়ে  উঠেছে লাল । 

  • তবে পৌরনিক এই কাহিনিকে সপ্তদশ শতকে জনপ্রিয় করে তোলেন সুইডেনের রাজা  2য় চার্লস ।
  • তিনি পারসীয়া ভ্রমনে গিয়ে ফুলের ভাষা নামে একটি সাংস্কৃতিক ভাষা প্রচালন ঘোষনা দেন । 
  • তিনি বলেন এই ভাষা হবে,কথা না বলেও অনেক কথার প্রকাশ । যেমন ;

  • কেউ যদি কাউকে হলুদ ফুল তবে বুঝতে হবে, সে তাকে হতাস করেছেন,
  • পারপেল রঙ্গের গোলাপ দিলে বুঝতে হবে সে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছেন,
  • এবং কেউ যদি লাল গোলাপ দেই তবে বুঝতে হবে, সে গভীর প্রেমে অণুরক্ত ,


  • মূলত রজা এবং পৌরনিক এই দুই কাহিনি মিলে সেই সতের শতক থেকে লাল গোলপ হয়ে উঠেছে বিশ্বে ভালোবাসার প্রতিক, ফলে এখন ভালোবাসার  দিবসে কিংবা প্রেমে নিবেদনে প্রেমিক -প্রেমিকার হাতে দেখা মিলে লাল গোলাপ ।

  • আবার গোলপ এর সংখার ও অনেক মান আছে, যেমন;
  • কাউকে একটি গোলপ দেওয়া মানে প্রথম দেখায় ভালো লাগা,
  • 2 টি গোলাপ দেওয়া মানে পারস্পরিক  স্নেহ ও ভালোবাসা,
  • 12 টি গোলাপ দেওয়া মানে আমার হও ।।। আর,
  • 15 টি গোলাপ দেওয়া মানে ভাষা খুজে পাচ্ছি না তাই ক্ষমা প্রার্থী ।
  • 24 টি গোলাপ দেওয়া মানে হলো আমি তোমার ।

  • 50 টি গোলাপ  উপহার দেওয়া মানে হলো সীমাহীন ভালোবাসা,
  • আর 100 টি গোলাপ উপহার দেওয়া মানে ভালবাসা ও শ্রদ্ধা ।

  •  


ড়ার জন্য আপনাকে ধন্যবাদ  👫


No comments

Powered by Blogger.