Header Ads

Header ADS

কোথা থেকে এলো এই মরিয়ম ফুল??Natural misty sonali😱😱😱💢💢


Mori💢💢om flower

  •  যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে মরিয়ম ফুলের নাম ,এই ফুলটিকে অনেকেই চিনেন নামে, আবার এই ফুলের কার্যকারিতা সম্পর্কে চিনে থাকে ।,







  • মরিয়ম ফুল জন্মে  অঞ্চলে মধ্যপাচ্য সাহারার বিচিণ্য মরু অঞ্চলে , বছরের পর বছর শুকনো গাছ  মাটি আকরে থাকে এর বৈজ্ঞনিক নাম অ্যানাস্ট্যাটিকা হাইরো। চান্টিকা (Anastatica hierochuntica) যেখানে অ্যানাস্ট্যাটিকা গণের অর্থ এমন গাছ যা জলের সান্নিধ্যে পুনরুজ্জীবিত হয়।

  • মরুভূমির অসনিয় গরমে মধ্যে থাকা গাছ ক্রমে পাথর এর মতো থাকে, কখনো বৃষ্টি পরশ পেলে জীবন ফিরে পাই এবং বংশ বিস্তার ঘটে ।

  • বিষেশিত  ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসাথে  পেশি সংকোনিয়ন্ত্রণ করে, এর কোন নেতিবাচক ও পার্শ্বপ্রতিক্রিয়া  নেই, তবে ফুল নিয়ে সমাজে অনেক রকম কথা প্রচালিত রয়েছে ।

  • অনেকেই হজ্জের সময়  মরিয়ম ফুল নিয়ে আসে, আবার  মরিয়ম ফুল এর পাপড়ি ভিজিয়ে রেখে সেই ফুলের পানি পান করলে নরমাল ডেলিভারি হওয়ার কথা সমাজে প্রচালিত রয়েছে, তবে এই সব নিয়ে সঠিক কোন  হাদিস পাওয়া যায় নি।

  • তবে ভেসজ উদ্ভিদ চিকিৎসা হিসাবে এটি ব্যবহার করা হয় ।

  • যেহেতু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসাথে  পেশি সংকোনিয়ন্ত্রণ করে তাই ওষধী গাছ হিসাবে  চিকিৎসা জন্য এই ফুল থেকে অনেক উপকার পাওয়া যায় । 










No comments

Powered by Blogger.